প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২০ , ৩:১২:২৪ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ ভারত এর সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রয়ানে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এর উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
সদ্য প্রয়াত ভারত এর সাবেক রাষ্ট্রপ্রতি প্রণব মুখার্জি স্মরণে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এর উদ্যোগে আজ ২ রা সেপ্টেম্বর রোজ বুধবার দুপুরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ রেজাউল করিম রিজু মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক সুজিত রায় এর পরিচালনায় শোক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি সিদ্দিক আহমদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ এর সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল, উপজেলা আওয়ামী লীগ এর প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, দপ্তর সম্পাদক সাদিকুর রহমান সাদেক, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী সুন্দর আলী, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, পৌর কাউন্সিলর সুহেল আহমদ, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, সাধারণ সম্পাদক শাহ রুহেল, কল্যাণ কান্তি রায় সানি, সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ, যুবলীগ নেতা সুহিন আহমদ দুদু, বাজশা মিয়া, সৈয়দ কলমদর, নুর মোহাম্মদ, জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি হাসান আদিল, সাধারণ সম্পাদক তাহা আহমদ প্রমুখ।পরে প্রয়াতের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
Notifications