প্রতিনিধি ৯ সেপ্টেম্বর ২০২০ , ১২:৩৯:৪৯ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মূখে মাস্ক না পড়ে অবাধে চলাচল করার অপরাধে জগন্নাথপুরে ৪ ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক মেহেদী হাসান।
আজ ৮ ই সেপ্টেম্বর বিকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান এর নেতৃত্বে জগন্নাথপুর পৌর পয়েন্ট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। এই সময় বৈশ্বিক মরনব্যাধী করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মোতাবেক মূখে মাস্ক না পড়ে অবাধে চলাফেরা করার অপরাধে ৪ ব্যক্তিকে ১ হাজার ৩ শত টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত এর বিচারক মোঃ মেহেদী হাসান। এসময় জগন্নাথপুর থানার এক দল পুলিশ উপস্থিত ছিলেন।
এছাড়া ট্রেড লাইসেন্স নবায়ন করার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দিয়ে বলেছেন, আজ ৮ ই সেপ্টেম্বর হতে আগামী এক সপ্তাহের মধ্যে যদি ট্রেড লাইসেন্স নবায়ন করতে হবে। অন্যতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।