• অনিয়ম / দুর্নীতি

    ধোবাউড়ায় দূর্নীতির অভিযোগে এসিল্যান্ডের (ভূমি) কার্যালয়ের এক কর্মচারী সাময়িক বরখাস্ত

      প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২০ , ৩:২৪:০৩ অনলাইন সংস্করণ

    আব্দুল মতিন (মাসুদ)।। ময়মনসিংহ ধোবাউড়া উপজেলা ভুমি অফিসের দূর্নীতির অভিযোগ দায়ের, পত্র পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার সংবাদ ও ভিডিও রেকর্ড প্রকাশের পর বিষয়টি ঊর্ধত্বন কর্তৃপক্ষের নজরে আসতে শুরু করেছে। এ ঘটনায় উপজেলা ভুমি অফিসের আনিছ নামে এক সহকারীকে সাময়িক বরখাস্থের করা হয়েছে।

    এসিল্যান্ড কাবেরী জালাল ও নাজির হাসমত উল্লাহর দায় এড়াতে তড়িঘড়ি করে একজনকে বরখাস্থ করা হয়েছে কীনা এ নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। ভুক্তভোগী আবু সাঈদ খান বলেন, আমার কাছ থেকে নামজারী বাবদ ২২৫০০ টাকা অফিস খরচ নিল। আরো ১০হাজার টাকা দাবী করেছিল। আমি সে টাকা দিতে ব্যর্থ হই বলে কয়েক মাস পর মিস মোকদ্দমা দিয়ে আমাকে ১সেপ্টেম্বর ভুমি অফিসে খবর দিয়ে এনে এসিল্যান্ডের নির্দেশে বিনা অপরাধে প্রায় ৫ ঘন্টা আটকে রেখে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে বিনা অভিযোগে পুলিশের হাতে তুলে দিয়ে আমার মানবাধিকার লঙ্ঘন ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করল। আমি এর দৃষ্টান্তমূলক বিচার দাবী করছি। ”

    লিখিত অভিযোগ দায়ের ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত খবর ও ভিডিও রেকর্ড ভাইরাল হওয়ার পর ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, আমরা বিষয়টি তদন্ত করছি। আরো সুস্পষ্ট অভিযোগ পেলে ভালো হবে। বুধবার অনলাইনে সরাসরি ভুক্তভোগীরা আমাদের সাথে কথা বলতে পারে।।
    এ ঘটনা জানাজানি হতে শুরু করলে অনেক ভুক্তভোগী তাদের মুখ খুলতে শুরু করেছে।

    আরও খবর

    Sponsered content