প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২০ , ১১:২৯:৫০ অনলাইন সংস্করণ
এম এ মোতালিব ভুঁইয়া: সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১১ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী মোঃ ফরহাদ আহম্মেদকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ ফরহাদ আহম্মেদ ছাতক থানার তাতীকোনা গ্রামের রোয়াব আলীর পুত্র।
পুলিশ প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলমের দিকনির্দেশনায় এসআই অপূর্ব কুমার সাহার নেতৃত্বে এসআই দীপন দেবনাথের সহযোগিতায় সংঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ২নং নরসিংপুর ইউনিয়নের অর্ন্তগত নরসিংপুর গ্রামস্থ নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসার পশ্চিম দিকে নরসিংপুর হইতে ছাতক আসা যাওয়ার পাকা রাস্তার গতিরোধকের সামনে অভিযান পরিচালনা করিয়া
আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরী ১১ বোতল officers choice PRESTIGE WHISKY, PRODUCE OF INDIA, 750ml মদসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজির আলম জানান, মাদক ব্যবসায়ী মোঃ ফরহাদ আহম্মেদ দীর্ঘদিন যাবত আইনের চোখ ফাঁকি দিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে মাদকদ্রব্য পাইকারী ও খুচরা বিক্রয়ের ব্যবসা করে আসছিল। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫ বি রুজু করা হয়েছে।দোয়ারাবাজার থানার মামলা নং-০৬, তারিখ-১৩/০৯/২০২০ইং। মাদক ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।