• লিড

    দিরাই’র শ্রীনারায়নপুর এফআইভিডি’র স্কুল এখন মাদকের আখড়া!

      প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২০ , ৪:৪৯:২৩ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার।। সুনামগঞ্জের দিরাই উপজেলার ৬নং করিমপুর ইউনিয়নের শ্রীনারায়নপুর অবস্থিত এফআইভিডি (এনজিও) পরিচালিত পরিত্যক্ত শিক্ষা প্রতিষ্ঠান “লাল স্কুল” এখন মাদকের আখড়ায় পরিনত হয়েছে।
    স্কুলটি প্রতিষ্ঠা হয়েছিল পিছিয়ে পড়া দারিদ্র্য শিশুদের শিক্ষিত মানুষ গড়ার লক্ষ্যে।
    শিক্ষা প্রতিষ্ঠান পাঠদানও শুরু করেছিল কিন্তু ছয় মাস পর এটা বন্ধ হয়ে যায় ৮-৯ বছর পূর্বে!
    প্রতিষ্ঠানটি বন্ধ হওয়ার পর খড়ের ঘর,জুয়ার কেডি, মদ, গাঁজাসহ অসামাজিক কার্যকলাপে বর্তমানে ব্যবহৃত হচ্ছে ”লাল স্কুল”টি।
    পার্শ্ববর্তী এলাকার যুব সমাজ তিলে তিলে ধ্বংসের পথে। এ সম্পর্কে কেউ কথা বলছেনা।
    হলিমপুর শ্রীনারায়নপুরের যুবক ও কিশোর’রা ক্রমান্বয়ে জড়িয়ে পড়ছে মাদক জুয়া সহ বিভিন্ন অসামাজিক কাজে।
    ফলে পার্শ্ববর্তী এলাকায় বৃদ্ধি পাচ্ছে ছোটখাটো চুরির উপদ্রব।
    নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন গ্রামবাসী দৈনিক ভাটি বাংলা ডটকম কে জানান এলাকার উঠতি বয়সী ছেলেদের ক্রমাবনতি অভিভাবকদের ভাবিয়ে তুলছে।
    আমরা এসব অসামাজিক কার্যকলাপ বন্ধে জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করি।

    0Shares

    আরও খবর

    Sponsered content