প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২০ , ২:২০:৩৫ অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁও থেকে মাহমুদ আহসান হাবিব: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বিশেষ সেবা সপ্তাহ পালন করছে বিআরটিএ।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ঠাকুরগাঁও ও পঞ্চগড় সার্কেলের আয়োজনে গতকাল রোববার সকালে বিআরটিএ’র নিজস্ব ভবনে এর উদ্বোধন করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুন নাহারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্তিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দর্শী চাকমা, বিআরটিএ ঠাকুরগাঁও ও পঞ্চগড় সার্কেলের সহকারী কমিশনার উসমান সরওয়ার আলম, মোটরসাইকেল পরিদর্শক উত্তম কুমার দেবশর্মা, অফিস সহকারী রবিউল হাসান সহ অন্যান্য অফিস কর্মকর্তা ও কর্মচারীগণ।