• অনিয়ম / দুর্নীতি

    ঠাকুরগাঁওয়ে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে মাদক ও নারী কেলেঙ্করীর অভিযোগ

      প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২০ , ১২:৩১:০৯ অনলাইন সংস্করণ

    ঠাকুরগাঁও প্রতিনিধি: অনিয়ম, দূর্নীতি, মাদক সেবন, নারী কেলেঙ্করীসহ নানা অভিযোগ উঠেছে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোশারফ হোসেনের বিরুদ্ধে।

    অভিযোগে সুত্রে জানা যায়, কৃষি কর্মকর্তা মোশারফ হোসেনের দীর্ঘদিন ধরে জেলা শহরের শান্তিনগর মহল্লার এক নারীকে প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে অসামাজিক কাজে লিপ্ত হন। শুধু তাই নয় সে ওই নারীকে ফেনসিডিল, ইয়াবা খাইয়ে মাদক সেবনে আসক্ত করেন। ওই নারীর স্বামী ঢাকায় একটি কোম্পানিতে চাকুরী করেন এবং বাড়িতে পরিবারের অন্য সদস্যরা না থাকার সুযোগ নিয়ে ভয় দেখিয়ে একাধিকবার কৃষি কর্মকর্তা মোশারফ হোসেন ফেনসিডিল, ইয়াবা এনে সেবন করাতেন।

    স্থানীয়রা অভিযোগ করে বলেন, কৃষি কর্মকর্তা মোশারফ হোসেন এলাকায় আসে না। তার কাছে কোন কাজে গেলে অফিসেও তাকে পাওয়া যায় না। তিনি সারা দিন নারীও মাদক নিয়ে পড়ে থাকেন। এই সমস্ত অসৎ কর্মকর্তাদের কারনে সরকারের কোটি কোটি টাকা গোচ্ছা যাচ্ছে।

    ওই নারীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কৃষি কর্মকর্তার সাথে আমার পরিচয় হওয়ার পর সে বাসায় আসতো। সে মাদক সেবন করতো সেটা আমার জানা ছিল না। আমাকে বিভিন্ন সময়ে ফেনসিডিল, ইয়াবা খাওয়াতো। আমার এখন মাদক না খেলে ভালই লাগে না।

    মাসিক ভ্রমন সিডিউল অনুযায়ী মাঠে গিয়ে একাধিকার কৃষকের সাথে কথা বলে জানাযায়, পোকা-মাকড় ও বালাই দমনে উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তার কোন ভুমিকা নেই।

    জানা যায়, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা দুই বছর আগে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় কর্মরত ছিলেন সেখানে থাকা অবস্থায় অনিয়ম দূর্নীতির সাথে যুক্ত থাকার কারনে কর্তৃপক্ষ তাকে সাসপেন্ড করে। আরও জানা যায়, ডিপাটমেন্টের অসাধু কিছু কর্মকর্তাকে ঘুষ খাইয়ে বদলী নিয়ে তার নিজ এলাকার কর্মরত আছে।

    এব্যাপারে উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোশারফ হোসেন সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি এবিষয়ে কথা বলতে রাজি হননি।

    এবিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আফতাব হোসেন বলেন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোশারফ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ শুনেছি

    আরও খবর

    Sponsered content