প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২০ , ১২:০৬:৫৯ অনলাইন সংস্করণ
ইকবাল হোসেন রিজন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি::
মৌলভীবাজারের জুড়ী উপজেলার চা শ্রমিকের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা জনমিলন কেন্দ্রে এ চেক বিতরন অনুষ্টানে সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার অাল- ইমরান রুহুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এম পি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ,গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন, শিলুয়া চা বাগান ব্যবস্হাপক শহীদুল ইসলাম খান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল,উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম,সমাজসেবা অফিসের কল্লোল প্রসূণ চন্দ, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া উজ্জ্বল, বাগান পন্ঞ্চায়েত সভাপতি উমানন্দ বাউরী,রত্না চা বাগান পন্ঞ্চায়েত সভাপতি সুমন ঘোষ প্রমুখ।
অনুষ্টানে জানা যায়,জুড়ী উপজেলার বিভিন্ন চা বাগানের শ্রমিকদের মধ্যে ৩৪৪৭ জন চা শ্রমিকদের মাঝে এককালীন ৫০০০ টাকা করে মোট ১,৭২,৩৫,০০০( এক কোটি বাহাত্তর লক্ষ পঁয়ত্রিশ হাজার) টাকার চেক বিতরণ করা হবে।অনুষ্টানে আজ প্রথম পর্যায়ে ২৪৬ জন চা শ্রমিকের মাঝে চেক হস্তান্তর করা হয়।
Notifications