প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২০ , ৬:০৩:২৮ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে বিএসটিআই এর অনুমোদনহীন বেকারী প্রতিষ্টানকে ৪৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত এর বিচারক মোঃ ইয়াসির আরাফাত।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াসির আরাফাত এর নেতৃত্বে একদল পুলিশের উপস্থিতিতে ২৩ শে সেপ্টেম্বর সন্ধ্যালগ্নে জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর বাজারে ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানকালে জগন্নাথপুর শহরের ইকড়ছই এলাকায় অবস্থিত বিএসটিআইয়ের অনুমোদনহীন ছায়ানীড় বেকারি নামক একটি খাদ্য সামগ্রীর প্রতিষ্ঠান ফ্যাক্টরীতে নোংরা, ময়লা, ভেজা, স্যাতসেতে পরিবেশে বিভিন্ন ধরনের কেক, বিস্কুটসহ বেকারি পণ্য উৎপাদন করে অবৈধ ভাবে বিএসটিআই এর লগো ব্যবহার এর মাধ্যমে বাজারজাত করার অভিযোগে বেকারির ম্যানেজার আলমগীর হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই অভিযোগে জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর-সুনামগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা বেকারি নামক আরেকটি ফ্যাক্টরীর মালিক হাবিবুর রহমান হাবিবকে ১৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়েছে। অভিযানকালে বিএসটিআই সিলেট অফিসের ফিল্ড অফিসার মোঃ মতিন উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাত অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, দুইটি বেকারিকে ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।