• অনিয়ম / দুর্নীতি

    জগন্নাথপুরে পেঁয়াজ এর মূল্য কেজিতে ২০ টাকা বৃদ্ধি, দিশেহারা ক্রেতারা

      প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২০ , ৬:৫০:১৩ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ুন কবীর ফরীদি,জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে জগন্নাথপুরের বিভিন্ন হাট-বাজারে প্রতি কেজি ৪৫ টাকা মূল্যের পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকা মূল্যে বিক্রি হচ্ছে। হতাশাগ্রস্ত ক্রেতা সাধারণ।বাজার নিয়ন্ত্রণে নেই কোন তদারকি।

    আজ ১৬ ই সেপ্টেম্বর সরেজমিনে ঘুরে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদর সহ বিভিন্ন হাট-বাজারে বিগত ২৪ ঘন্টা আগেও প্রতি কেজি পেঁয়াজ ৪০/৪৫ টাকায় বিক্রি হলেও সকাল থেকে প্রতি কেজি পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকায় মূল্যে বিক্রি হচ্ছে। অথচ ব্যবসায়ীদের গুদামঘরে প্রচুর পরিমাণ পেঁয়াজ মজুদ রয়েছে। ব্যবসায়ীদের নিকট প্রচুর পেঁয়াজ মজুদ থাকার পরও পেঁয়াজ এর মূল্য বৃদ্ধি পাওয়ায় এমনকি আরো বাড়তে পারে এমন আশংকায় অনেকে বেশি করে পেঁয়াজ ক্রয় করলেও মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা প্রয়োজন এর তাগিদে ৫০০ গ্রাম ১০০ গ্রাম করে ক্রয় করছেন।
    এ ব্যাপারে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের একাধিক ক্রেতা সাধারণ তাদের অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে বলেন, হঠাৎ করে পেঁয়াজ এর মূল্য বৃদ্ধি পাওয়ায় হতাশ হয়ে পড়েছি। নুন আনতে পান্তা পুরায় এমন অবস্থায় পেঁয়াজ অগ্নি মূল্য আরো হতাশ করে ফেলেছে। প্রশাসনিক ভাবে বাজার মনিটরিং করা অতীব জরুরী। ব্যবসায়ীরা বলেন, আমদানি বন্ধ শুল্ক বৃদ্ধি কারনে এ প্রভাব পড়েছে দৈনন্দিন বাজারে।

    আরও খবর

    শাল্লায় উৎকোচ নিয়ে স্বচ্ছল মুক্তিযোদ্ধাদের নামে সরকারী ঘর বরাদ্দঃ তালিকা বাতিলের দাবীতে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

    গোয়াইনঘাট সীমান্তে বিজিবির লাইনম্যান দুলাল ও হাতেম আঙ্গুল ফুলে কলাগাছ

    নীলাম নাটক বন্ধ করে ধোপাজানের সিন্ডিকেটচক্রকে গ্রেপ্তারের দাবী জানিয়েছেন সুনামগঞ্জের ব্যবসায়ীরা

    সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ধোঁপাজান নদীতে চলে পঙ্গপাল! রাতে বড় নৌকায় বালু ও পাথর উত্তোলন

    নড়াইলে “প্রধানমন্ত্রী অনুমোদিত” সাইনবোর্ডে সর্বরোগের চিকিৎসক খোকনের খুঁটির জোর কোথায়?

    তাহিরপুরের করোনা’র মধ্যেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে কোটি টাকার বালু ও পাথর উত্তোলন

    Sponsered content