• গ্রেফতার/আটক

    জগন্নাথপুরে ধ্বর্ষনের অভিযোগে এক যুবক জেল হাজতে

      প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২০ , ৪:৪৬:২৫ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে ধ্বর্ষক শামীম (২৬) কে আটক করে থানা পুলিশে সোর্পদ করেন জনতা। তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।

    এলাকাবাসী ও থানা সূত্রে জানাযায়য়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উত্তর ধাওরাই গ্রাম নিবাসী উমর আলীর ছেলে শামীম আহমদ (২৬) একই উপজেলা পাটকুড়া গ্রামের ১৯ বছর বয়সী তরুণী নিলুফা( ছদ্মনাম)কে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে একাধিকবার ধর্ষণ করে। এরই ধারাবাহিকতায় গত ৬ ই সেপ্টেম্বর দিবাগত রাতে এই তরুণীর বাড়িতে গিয়ে বিয়ের বিষয়ে জরুরী আলাপ আছে বলে তাকে আবারো জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় ধ্বর্ষক শামীম আহমদ(২৬)।এসময় তরুণী চিৎকার দিলে আশ-পাশের লোকজন এসে শামীম আহমদ(২৬) কে আটক করে থানা পুলিশ খবর দেন। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে আসেন।
    এ ব্যাপারে জগন্নাথপুর থানার এসআই জহির আলী বলেন, প্রাথমিকভাবে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ প্রমানিত হওয়ায় ধ্বর্ষক শামীম আহমদ(২৬) কে আজ ৭ ই সেপ্টেম্বর সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে হয়েছে। এউ ঘটনায় ধ্বর্ষণ শিকার তরুণী নিজে বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেছেন।

    0Shares

    আরও খবর

    Sponsered content