• অনিয়ম / দুর্নীতি

    ছাতকের সৈদেরগাওঁ ইউনিয়নে ডিলারের বিরুদ্ধে চাউল চুরি অভিযোগ

      প্রতিনিধি ৪ সেপ্টেম্বর ২০২০ , ৯:১২:৩৬ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের গবিন্দগঞ্জের সৈদেরগাওঁ ইউনিয়নে ফেয়ার প্রাইস এর চাউল চুরি করে কালোবাজারে বিক্রি ও মৃত ব্যক্তির নামে চাউল তুলে আত্মসাৎ করায় ফেয়ার প্রাইস খাদ্যদ্রব্য চাউলের ডিলারসহ সিন্ডিকেটের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দায়ের করা হয়েছে। গত ২/৯/২০২০ইং তারিখে গোবিন্দনগর গ্রামের গবিন্দগঞ্জ সৈদেরগাওঁ ইউনিয়নের বাসিন্দা আনছার আলী এ অভিযোগ দায়ের করেন । সে ঐ গ্রামের হাজী আরব আলীর ছেলে।
    অভিযোগ সূত্রে জানাযায় সৈদেরগাওঁ ইউনিয়নে ফেয়ার প্রাইস চাউল চুরি করে কালোবাজারে বিক্রি ও মৃত ব্যক্তির নামে চাউল তুলে আত্মসাৎ করে ফেয়ার প্রাইস খাদ্যদ্রব্য চাউলের ডিলার মো: বেলাল মিয়া ও তার সহযোগি একই ইনিয়নের তকিপুর গ্রামের বাসিন্দা চেয়ারম্যান আখলাকুর রহমানসহ একটি সিন্ডিকেট বাহিনী। জানা যায় ২০২০ সালের জানুয়ারী মাস থেকে মার্চ মাসে সৈদেরগাওঁ ইউনিয়নে ফেয়ার প্রাইস চাউল চুরি করে কালোবাজারে বিক্রি ও মৃত ব্যক্তির নামে চাউল তুলে আত্মসাৎ করে কালো বাজারে বিক্রি করেছে অভিযুক্ত ডিলার ও চেয়ারম্যান। তারা এলাকার গরীব অসহায় মানুষের প্রাপ্য ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে মৃত ব্যক্তির নামে সরকারী চাউল তুলে নিজেরাই আত্মসাৎ করে নিয়েছেন। এলাকায় তারা লুটপাঠের একটি সংঘবদ্ধ চক্র তৈরি করে রেখেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয় ।
    এছাড়াও তারা অন্যান্য চাউল ব্যবসায়ীদের সাথে গোপনে বুড়াইরগাওঁ, গোবিন্দগঞ্জ ও ছাতক বাজারসহ বিভিন্ন জায়গায় সরকারী চাউল বন্ঠনে গরিব হকদার মানুষদের না দিয়ে বিক্রিয় ও আত্মসাৎসহ ভুয়া স্বাক্ষরে ফেয়ার প্রাইস তালিকার ৩৮০ও ১০৪১নং ক্রমিকভুক্ত মৃত ব্যক্তির নামে বন্ঠন দেখিয়ে কালোবাজারে বিক্রি করে টাকা আত্মসাৎ করেছেন। এদের অসৎ কর্মের সকল কাগজপত্র স্বাক্ষর মাষ্টার রোল যাচাই করে এদের জালিয়াতির বিরুদ্ধে প্রশাসন কঠোর প্রদক্ষেপ গ্রহন করবেন এমনটি দাবী জানান অভিযোগকারী ও এলাকার সাধারণ মানুষেরা।
    এ ব্যাপারে অভিযুক্তদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ থাকায় তাদের মতামত জানা সম্ভব হয়নি।

    আরও খবর

    Sponsered content