প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২০ , ৩:৪৬:৫৬ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার।। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেধে রেখে স্ত্রীকে গণধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট জেলা।
বুধবার বেলা সাড়ে ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন- এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট জেলার সভাপতি আব্দুস ছোবহান সানী, সহ সভাপতি নিজামুদ্দিন, সাধারণ সম্পাদক তুহিনুর রহমান শাহজাহান, সহ সাধারণ সম্পাদক জাম্মান আহমদ রাসেল, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমদ, প্রচার সম্পাদক মাসুম আহমদ, ওয়াহিদ উদ্দিন মাসুম তালুকদার, আলি আব্বাস, আলিম উদ্দিন, কাদির আল হাসান, সানওয়ার হোসাইন তাহমিদ, মানিক মিয়া প্রমুখ।
মানববন্ধনে জেলা সভাপতি আব্দুস ছোবহান সানী বলেন এই নক্কারজনক ঘটনা গোটা সিলেটের মানুষকে লজ্জিত, ব্যথিত ও মর্মাহত করেছে এবং আধ্যাত্মিক নগরীর মর্যাদাকে কলংকিত ও কলুষিত করেছে।
এই কুলাঙ্গারদের অবশ্যই সুষ্ঠু বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে যেন ভবিষ্যতে কেউ এরকম অপরাধ করতে সাহস না পায় এব্যাপারে সিলেটবাসীকে ঐক্যবদ্ধভাবে জোরালো আন্দোলন গড়ে তুলতে হবে।