• অপহরণ

    অপহরণের ৪৪ দিন পর উদ্ধার ঠাকুরগাঁওয়ের স্কুলছাত্রী মৌসুমি

      প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২০ , ৪:৫৬:২৯ অনলাইন সংস্করণ

    ঠাকুরগাঁও থেকে মাহমুদ আহসান হাবিব: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় কোচিং যাওয়ার পথে অপহরণ হওয়া স্কুলছাত্রীকে উদ্ধার করে ঠাকুরগাঁও ডিবি পুলিশ ।

    ঠাকুরগাঁও ডিবি পুলিশ গত শুক্রবার তাকে ঢাকার কদমতলী থানাধীন মহম্মদবাগ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

    গত শনিবার (০৫ সেপ্টেম্বর) স্কুলছাত্রীকে ডাক্তারী পরীক্ষা শেষে আদালতে হাজির করা হয় বলে জানান ডিবি পুলিশের ওসি রফিকুল ইসলাম।

    তিনি জানান, গত ২৩ জুলাই বাড়ী থেকে কোচিং যাওয়ার সময় অপহরণ হয় উপজেলার দক্ষিণ পাড়িয়া গ্রামের সাহাজত আলীর মেয়ে মৌসুমি আক্তার (১৬)।

    পরে স্কুলছাত্রীর মা গুলেফা বেগম বাদী হয়ে পাড়িয়া গ্রামের শংকর চন্দ্র সাহার ছেলে অমূল্য চন্দ্র সাহা ও তার ভাইসহ ৪ জনের নাম উল্লেখ করে বালিয়াডাঙ্গী থানায় ২৮ জুলাই একটি মামলা দায়ের করেন।

    পরে মামলা দায়েরের এক মাস অতিবাহিত হলেও অগ্রগতি না হওয়ার কারণে ঠাকুরগাঁও পুলিশ সুপারের নির্দেশে মামলাটি ডিবি কার্যালয়ে স্থানান্তর করা হয়। মামলা দায়িত্ব পান এসআই রবিউল ইসলাম।

    এসআই রবিউল ইসলাম জানান, মোবাইলে ট্রাকিং করে এলাকায় ছদ্মবেশে দুদিন ঘুরোঘুরি করার পর স্কুলছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হই।

    আরও খবর

    Sponsered content