প্রতিনিধি ২৫ আগস্ট ২০২০ , ১১:০২:৩৭ অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক:: উচ্চশিক্ষার্থে ব্রিটিশ ডিগ্রী পুরো পৃথিবীতে যেমন গ্রহনযোগ্য ও মূল্যবান তেমনি শিক্ষার্থীদের কাছে এটি একটি কাংখিত স্বপ্ন।
ব্রেক্সিট চুক্তি বাস্তবায়নের ফলে UK তে চাকরীর ক্ষেত্রে ইউরোপীয় অভিবাসীদের আধিপত্য যেমন হ্রাস পেয়েছে তেমনি বেড়েছে বাংলাদেশী শিক্ষার্থীদের চাকরি এবং PSWP নিয়ে স্থায়ী হওয়ার সুযোগ।
বর্তমানে UK তে বিভিন্ন World Ranked ইউনিভার্সিটি গুলোতে বাংলাদেশী শিক্ষার্থীরা IELTS(University Internal Test) ছাড়াই Science, Health Science, Engineering, Medical Degree, Business Studies, Applied Science, ACCA, Law, Liberal Arts and Piloting (PPL & CPL) প্রোগ্রাম গুলোতে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে।
★ উচ্চশিক্ষার্থে কেন UK বেছে নিবেন-
World Ranked University তে ভর্তির সুযোগ।
IELTS ছাড়া ভতির সুযোগ। (University Internal Test)
UK তে ইউনিভার্সিটি থেকে CAS Letter পাওয়ার পর নিশ্চিত ভিসার সুযোগ এবং প্রদান করা হয় স্কলারশিপ।
ব্যাংক স্পন্সরশীপ পদ্ধতি অত্যন্ত সহজ এবং সীমিত।
ষ্টাডির পাশাপাশি পার্টটাইম জব করার সুযোগ
ষ্টাডি শেষে PSWP পেয়ে Permanent Job করা এবং PR এর জন্য এপ্লাই করার সুযোগ।
ষ্টুডেন্টকে দেখতে যাওয়ার জন্য গার্ডিয়ানরা ভিজিট ভিসা পাবেন।
বাংলাদেশের কৃতি সন্তান লন্ডনস্থ S&S ABAYA গার্মেন্টস কোম্পানির স্বত্বাধীকারী হাজী আলী হোসেন সুজনের পরিচালিত ফার্ম WELKIN VISION এর অধীনে HSC উত্তীর্ণ মেধাবী ছাত্র/ছাত্রী Hidden ফি ছাড়া UNITED KINGDOM এ রয়েছে লেখাপড়ার সুযোগ।
দৈনিক ভাটি বাংলার প্রতিবেদককে, হাজী আলী হোসেন সুজন জানান মেধাবী বাংলাদেশী এসব দেশগুলোতে এসে শিক্ষাখাতে মেধার স্বাক্ষর রেখে দেশের নাম বিশ্বের দরবারে উজ্জ্বল করবে। আমি আশা রাখবো সফলভাবে তারা কর্মক্ষেত্রে দক্ষতা, যোগ্যতার স্বাক্ষর রেখে বিশ্বব্যাপি বাংলাদেশের সুনাম ছড়িয়ে দিবে।
সার্বিক যোগাযোগ :- E-mail – welkinvision2021@gmail.com, info@welkinvision.co.uk
link:- www.welkinvision.co.uk
Mobile – 00447733336293 (WhatsApp & imo)