প্রতিনিধি ২১ আগস্ট ২০২০ , ৫:০৮:০৩ অনলাইন সংস্করণ
শফিকুল ইসলাম স্বাধীন, সুনামগঞ্জ প্রতিনিধি। ভারতীয় পাথর, জনসন বেবী ক্রিম এবং বারকী নৌকা আটক) সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ডুলুরা বিওপির টহল দল ২১ আগস্ট শুক্রবার বেলা ১: ঘটিকায় সীমান্ত পিলার ১২১৮/৬-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ১নং শলুকাবাদ ইউনিয়নের ধোপাযান চলতি নদী হতে ১০ ঘনফুট ভারতীয় পাথর এবং ০১টি বারকী নৌকা আটক করে, যার আনুমানিক মূল্য ৫১,২০০/- টাকা।
সুনামগঞ্জ সদর উপজেলাধ বনগাঁও বিওপির টহল দল ২১ আগস্ট বেলা ২ : ঘটিকায় সীমান্ত পিলার ১২১৬/১-এস এর নিকট হতে আনুমানিক ১৬০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সদর উপজেলার ২নং রংগারচড় ইউনিয়নের চিনাউড়া নামক স্থান হতে ২,৪০০ পিস ভারতীয় বেবী ক্রিম আটক করে, যার আনুমানিক মূল্য ১,৪৪,০০০/- টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লে কর্নেল মোঃ মাকসুদুল আলম জানান।
আটককৃত ভারতীয় পাথর, জনসন বেবী ক্রিম এবং বারকী নৌকা শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।