• মাদকদ্রব্য উদ্ধার/আটক

    সুনামগঞ্জ সীমান্তে বিয়ার ও মদসহ মোটরসাইকেল আটক

      প্রতিনিধি ২২ আগস্ট ২০২০ , ৫:১৬:৩০ অনলাইন সংস্করণ

    শফিকুল ইসলাম স্বাধীন, সুনামগঞ্জ প্রতিনিধি। ভারতীয় মদ, বিয়ার ও হেলমেটসহ প্লাটিনা মোটর সাইকেল আটক-(সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি অভিযানে)

    সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর উপজেলার নারায়নতলা বিওপির টহল দল ২২ আগস্ট শনিবার ১:৩০ ঘটিকায় সীমান্ত মেইন পিলার ১২১৪ এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সদর উপজেলার ১নং জাহাংঙ্গীরনগর ইউনিয়নের কামারভিটা নামক স্থান হতে ১১ বোতল ভারতীয় মদ এবং ৯ বোতল বিয়ার আটক করে, যার মূল্য ১৮,৭৫০/- টাকা।

    বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি বিওপির টহল দল ২১ আগস্ট শুক্রবার প্রাই পৌনে ৩ ঘটিকায় সীমান্ত পিলার ১২১০/১-এস এর নিকট হতে আনুমানিক ১,২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ৩নং ধনপুর ইউনিয়নের চিনাকান্দি নামক স্থান হতে (৫) বোতল ভারতীয় মদ এবং (১)টি হেলমেটসহ প্লাটিনা মোটর সাইকেল আটক করে, যার মূল্য ১,২৮,৫০০/- টাকা।

    সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লে কর্নেল মোঃ মাকসুদুল আলম জানান।

    আটককৃত ভারতীয় মদ, বিয়ার এবং হেলমেট সহ প্লাটিনা মোটর সাইকেল মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন ।

    আরও খবর

    Sponsered content