প্রতিনিধি ২৪ আগস্ট ২০২০ , ১২:২৩:৩০ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ ভূমি সেবায় অনন্য অবদান রাখায় জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াসির আরাফাত সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) নির্বাচিত হয়েছেন।
২০১৯-২০২০ অর্থ বছরে ভূমি সেবায় অনন্য অবদান রাখায় সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াসির আরাফাত জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) হিসাবে নির্বাচিত হয়েছেন। ২৩ শে আগষ্ট রোজ রবিবার সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সুনামগঞ্জ সার্কিট হাউজে অনুষ্টিত বার্ষিক রাজস্ব সম্মেলন- ২০২০ অনুষ্ঠান শেষে কর্ম দক্ষতা ও ভূমি সেবায় অনন্য অবদান রাখার স্বীকৃতি স্বরূপ জেলার জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াসির আরাফাতকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
এব্যাপারে অভিপ্রায় ব্যাক্ত করতে গিয়ে মোঃ ইয়াসির আরাফাত বলেন, জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) নির্বাচিত হওয়ার পেছনে বিগত ও বর্তমান উপজেলা নির্বাহী অফিসার স্যারের সহযোগিতা, পরামর্শ, অনুপ্রেরণা এবং উপজেলা ভূমি অফিস জগন্নাথপুর এর সকল স্টাফ, সার্ভেয়ার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দের সার্বিক সহযোগিতায় এ সম্মিলিত অর্জন। তিনি সারাজীবন মানুষের জন্য কাজ করতে আগ্রহ প্রকাশ করে আরো বলেন, যে কোন স্বীকৃতিই কাজের অনুপ্রেরণাকে বাড়িয়ে দেয়। আজকের এই অর্জনে জগন্নাথপুর এর জনগণও ভাগীদার রয়েছেন। প্রশাসনিক কর্মকর্তা হিসেবে শুধু নয়, প্রশাসনিক গণ্ডির বাইরেও একজন সাধারণ মানুষ হিসেবে মানুষের পাশে থাকার চেষ্টা সব সময় তিনি করে থাকেন। কর্মস্থল ছেড়ে চলে গেলে ও ভালো কাজের জন্য মানুষ যাতে তাকে মনে রাখে সে চিন্তা-চেতনা নিয়েই এখানে কাজ করার চেষ্টা করে যাচ্ছেন।