• লিড

    সুনামগঞ্জ জেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব মতিউর রহমান

      প্রতিনিধি ১ আগস্ট ২০২০ , ১২:৩৫:০১ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার।।  সুনামগঞ্জ জেলাবাসী সহ সমগ্র মুসলিম উম্মাহকে পবিত্র ঈদ উল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সফল সংসদ সদস্য আলহাজ্ব মতিউর রহমান।
    বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব মতিউর রহমান এক শুভেচ্ছা বার্তায় বলেন, ত্যাগের মহিমায় ভাস্বর মুসলিম সম্প্রদায়ের অন্যতম উৎসব ঈদুল আযহা।
    প্রিয়বস্তুকে মহান আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গের মাধ্যমে তাঁর সন্তুষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত হযরত ইব্রাহীম (আঃ) স্থাপন করে গেছেন, তা বিশ্ববাসীর জন্য চিরকালই অনুকরণীয় ও অনুস্মরণীয়।
    তিনি আরো বলেন, এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কুরবানীকৃত পশুর গোশত আত্মীয় ও প্রতিবেশী এবং দরিদ্রদের মধ্যে বিলিয়ে দিয়ে প্রকারান্তরে সকলের মধ্যে সমতা প্রতিবিধান এবং সহমর্মিতা অনুশীলন করে থাকেন।
    বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংকটে ও দেশ জুড়ে বন্যা কালীন সময়ে ঈদুল আজহা আমাদের সামনে।
    ঈদুল আযহা অর্থ ত্যাগের উৎসব তাই আসুন পারস্পরিক শ্রদ্ধা- ভ্রাতৃত্ববোধ ও ত্যাগের মাধ্যমে করোনা সংকট ও বন্যা কালীন পরিস্থিতি মোকাবিলা করে দেশ এগিয়ে নিতে ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে দৃপ্ত শপথ নেই।
    আমি দলীয় নেতাকর্মী ও সমাজের বিত্তশালী ব্যক্তিদের আহ্বান জানাই ঈদের খুশি ভাগাভাগি করে সৌহার্দপূর্ণ অবস্থান বজায় রেখে নিজ নিজ অবস্থান থেকে আমাদের আশেপাশের করোনায় কর্মহীন ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহযোগিতার হাত প্রসারিত করি। বর্তমানে করোনা মহামারীতে আমরা খুব কঠিন একটি সময় পার করছি।
    তাই করোনা ভাইরাস থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্য বিধি ও সরকারি বিধিনিষেধ মেনে চলতে হবে।

    আরও খবর

    Sponsered content