• লিড

    সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা জনির উপর হামলা, এড. মনীশ কান্তি দাস মিন্টুকে প্রধান করে থানায় মামলা

      প্রতিনিধি ৪ আগস্ট ২০২০ , ৬:১১:০৩ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার।।  সুনামগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক এবং জনতা ফার্মেসীর স্বত্বাধিকারী অনন্ত নারায়ন রায় জনির উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে সুনামগঞ্জ শহরের কালীবাড়ী মোড়ে জনতার ফার্মেসীর সামনে মনীশ কান্তি দাস মিন্টুর নেতৃত্বে ছাত্রদল ক্যাডার অাশিষ সহ ৫/৬ জন জনির উপর অতর্কিত হামলা চালায় বলে জানা গেছে। ঘটনায় সুনামগঞ্জ সদর থানায় একটি মামলা করা হয়েছে।

    সন্ত্রাসী হামলায় আহত জনি জানান রাজনৈতিক বিরোধিতার জেরে এ্যাড. মনিষ কান্তি দে মিন্টুর নির্দেশে ছাত্রদল ক্যাডার আশিস দাশ প্রথমে আমার উপরে হামলা চালায় এবং আমার টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। আমার চিৎকার শুনে অপু দাশ যখন আমাকে উদ্দার করতে ছুটে আসে, তখন হঠাৎ মনিষ কান্তি দে মন্টুসহ পঙ্কজ দাশ, পিনাক দাশ ও চন্দন দাশসহ আরো অনেকে আমার এবং অপুর উপর হামলা চালায়, এময় অপুর গলার চেইন ছিনেয়ে নেয় দুবিত্তকারীরা ও আমাদের মারধোর করে।

    এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।

    আরও খবর

    Sponsered content