প্রতিনিধি ১৫ আগস্ট ২০২০ , ১০:০০:৫২ অনলাইন সংস্করণ
ইকবাল হোসেন রিজন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি::
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে জুড়ীতে।
বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উদ্যোগে আজ ১৫ আগষ্ট শনিবার এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনকের প্রতিকৃতিতে
শ্রদ্ধার্ঘ অর্পনের পর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও আল ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।বিশেষ অতিথি ছিলেন জুড়ী থানার অফিসার ইনচার্জ সন্জয় চক্রবর্তী, ওসি তদন্ত আমিনুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাসুক আহমদ প্রমুখ।
উপজেলা প্রেসক্লাবে শোক সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম,সাবেক সভাপতি মন্জুরে আলম লাল,সহ সভাপতি মাহবুবুর রহমান ছোটন,সাধারন সম্পাদক তাজুল ইসলাম,সাবেক সাধারন সম্পাদক ফখরুল ইসলাম,যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব আলম রওশন,অর্থ সম্পাদক কামরুল হাসান নোমান,প্রচার সম্পাদক শামীম আহমদ,দপ্তর সম্পাদক বেলালল হোসাইন, সদস্য আল আমিন, শাহ আলম প্রমুখ।
উপজেলার কামিনীগন্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে সভাপতি হাজী কামাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম,বিশেষ অতিথি ছিলেন জুড়ী থানার ওসি সন্জয় চক্রবর্তী,ওসি তদন্ত আমিনুল ইসলাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল,জায়ফর নগর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মাছুম রেজা,আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম, কামিনীগন্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক নুরুল আম্বিয়া,
ব্যবসায়ী আব্দুল আজিজ প্রমুখ।