• রাজনীতি

    শোক’কে শক্তিতে পরিণত করতে দ: সুনামগঞ্জ আ’লীগ থেকে জামায়াত-শিবির মুক্ত করতে হবে

      প্রতিনিধি ১৩ আগস্ট ২০২০ , ৩:৪৪:২২ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদত বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার বিকেল ২ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম অঞ্চল আ’লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ও এ আয়োজনে নোয়াখালী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

    দক্ষিণ সুনামগঞ্জ আ’লীগের প্রবীন নেতা আব্দুল মতলিবের সভাপতিত্বে ও সিলেট মহানগর শ্রমিকলীগের সহ-সভাপতি মোশারফ হোসেন জাকিরের সঞ্চলনায়

    প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি ওবায়দুর রহমান ,

    বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন দ: সুনামগঞ্জ সেচ্ছাসেবকলীগ সভাপতি নিজাম উদ্দিন, ডা: সমিরণদ্র দে, সাব্বির আহমদ, দ: সুনামগঞ্জ তথ্য ও প্রযুক্তিলীগের সহ-সভাপতি মুজাম্মেল হক, আব্দুল আওয়াল, ছাত্রলীগ নেতা বিধাণ কুমার, আলী আহমদ সুজন,দূর্গম কান্তি দাস প্রমূখ।

    এসময় অত্র এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ আওয়ামীলীগের অনেক নেতা – কর্মী উপস্থিত ছিলেন।

    শোকসভায় প্রধান বক্তা বলেন, জাতির জনক কে ১৫ আগস্টে যারা নির্মমভাবে সপরিবারে হত্যা করে বাংলাদেশের ইতিহাসে কালো অধ্যায় রচিত করেছে এটা বাঙালি জাতির জন্য কলঙ্কময় দিন এই হত্যাকাণ্ডে জড়িতদের সাথে সকলের বিচারের দাবি জানানো হয় পরে শেখ মুজিবুর রহমানের সাথে সকল নিহতদের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এসময় বক্তরা আরো বলেন, দক্ষিণ সুনামগঞ্জ আওয়ামীলীগ আজ হাইব্রিড ও জামায়াত -শিবিরদের দখলে। প্রবীন নেতা কর্মী ও মুক্তিযোদ্ধাদের আত্মীয় স্বজদের কোন মূল্যায়ন করা হয়নি। জামাত-শিবির আজ আওয়ামীলীগে প্রবেশ করে প্রবীণ নেতাকর্মীদেরকে লাঞ্চিত অপ্রমাণিত করছে। আমাদের দক্ষিণ সুনামগঞ্জ আওয়ামীলীগ সাবেক ছাত্রশিবির নেতা দ্বারা পরিচালিত হচ্ছে। এই শিবির জামায়াত থেকে এই দক্ষিণ সুনামগঞ্জ বাসী পরিত্রান চায়। পরে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন, নোয়াখালী বাজার মসজিদের খতিব কারী আজির উদ্দিন,।

    আরও খবর

    Sponsered content