প্রতিনিধি ৩১ আগস্ট ২০২০ , ২:২৪:৪০ অনলাইন সংস্করণ
বিপ্লব রায়, স্টাফ রিপোর্টার: শাল্লা উপজেলার চিকাডুবি গ্রাম। এ গ্রামের মানুষের পেশা ছিল চুরি ও চোলাই মদের ব্যবসা। ফলে এলাকার যুব সমাজ ছিল ধ্বংসের পথে। কিন্তু শাল্লা থানার ওসি আহম্মেদ সঞ্জুর মোর্শেদ যোগদান করার পর পরই নিচ্ছেন ব্যতিক্রমী উদ্যোগ। উনার সহযোগীতার মাধ্যমে উপজেলার চিকাডুবি গ্রামের ৩০টি পরিবার অবৈধ চোলাই মদ উৎপাদন ও বিক্রি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায় লাল গোলাপ দিয়ে বরণ করেছেন শাল্লা থানার পুলিশ।
সোমবার বেলা ১২ টায় শাল্লা থানার আয়োজনে আনুষ্টানিকভাবে আত্মসমর্পন করেছেন চিকাডুবি গ্রামের মাদক ব্যবসায়ীরা। মাদক সম্রাট জুয়েল (২৫), সালমান (৩০), জমির হোসেন (৩৬) এর নেতৃত্বে সকল মাদক কারবারীরা পুলিশের কাছে এসে আত্মসমর্পন করেন।
শাল্লা থানার ওসি আহম্মেদ সঞ্জুর মোর্শেদ জানান, চিকাডুবি গ্রামের প্রায় ৩০টি পরিবারের সদস্যরা দীর্ঘদিন যাবত চোলাই মদ তৈরি এবং বিক্রি করে আসছিল। ওই এলাকায় একাধিকবার অভিযান চালিয়েও তাদের তাদের ব্যবসা বন্ধ করা সম্ভব হয়নি। পরি আইনী সহযোগীতার আশ্বাস দিয়ে তাদেরকে অন্ধকারের পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয়েছে। এবং তারা কথা দিয়েছে জীবনে আর কোনোদিনও এসব অপরাধমুলক কর্মকান্ডে লিপ্ত থাকবে না। তবে পর্যায়ক্রমে সারা উপজেলাকে মাদকমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হবে বলে তিনি জানান।