প্রতিনিধি ২৬ আগস্ট ২০২০ , ১:৪৫:৩৪ অনলাইন সংস্করণ
বিপ্লব রায়, সিনিয়র স্টাফ রিপোর্টার: শাল্লা উপজেলার নারকিলা গ্রাম। একসময় চোরা পল্লী ও মাদকের অভয়ারণ্য ছিল এই গ্রামে। কিশোর থেকে শুরু করে যুবক, যুবতী ও বৃদ্ধ বয়সের প্রায় লোকেরাই ছিল এই কাজের সাথে সম্পৃক্ত। প্রশাসনের চোখকে ফাঁকি দেদারসে চোলাই মদের ব্যবসা চালাতো এসব লোকেরা। কখনো আইনের কাছে সমর্পন করার ইচ্ছে ছিল না তাদের। কিন্তু শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আহম্মেদ সঞ্জুর মোর্শেদ যোগদান করার পর থেকেই বদলে যাচ্ছে শাল্লার চিত্রপট। নিজের কর্মদক্ষতার মধ্যে দিয়ে বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ড থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনেন নারকিলা গ্রামের ১৫ পরিবারকে। এর আগে তিনি এসব পরিবারকে ভাল হওয়ার জন্য আইনী সহযোগীতার আশ্বাস দেন। উনার আশ্বাসের উপর ভিত্তি করেই একেকটি পরিবার নিজ উদ্যোগে থানায় এসে আত্মসমর্পন করেন এবং ভাল হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সেই সাথে চোলাই মদের ব্যবসা ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন তারা। গত মঙ্গলবার উপজেলার নারকিলা গ্রামকে মাদকমুক্ত গ্রাম হিসেবে ঘোষনা করেন ওসি সঞ্জুর মোর্শেদ। উনার এই ঘোষনার পর থেকেই নারকিলা গ্রামে শান্তি ফিরে আসে।
এ বিষয়ে শাল্লা থানার ওসি আহম্মেদ সঞ্জুর মোর্শেদের সাথে এ প্রতিবেদকের কথা হলে তিনি জানান, জোয়া এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। এবং যারা স্বেচ্ছায় এসে থানায় আত্মসমর্পন করে তাদের ফুল দিয়ে বরণ করা হয়। স্বাভাবিক জীবনে ফিরে আসতে তাদেরকে বিভিন্নভাবে সহযোগীতা করা হচ্ছে। তিনি আরো বলেন, আশা করা যাচ্ছে আগামী কয়কেদিনের মধ্যেই পুরো উপজেলাকে মাদকমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হবে।