প্রতিনিধি ২৫ আগস্ট ২০২০ , ৭:২৮:৫৩ অনলাইন সংস্করণ
২৩ আগস্ট রবিবার নিউহ্যাম কাউন্সিলের আপ্টন পার্কে বঙ্গবন্ধু ফাউন্ডেশ যুক্তরাজ্য আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জনাব আজিজুল আম্বিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ফেরদৌস আরা পাখি। কোরআন তেলাওয়াত করেন সাংগঠনিক সম্পাদক জনাব ম. জয়নুল আবেদীন রোজ। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউহ্যাম কাউন্সিলের কাউন্সিলর জনাব মুজিবুর রহমান জসিম, যুক্তরাজ্য আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব লুৎফর রহমান সাইদ, যুক্তরাজ্য যুবলীগের সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ আলী জিলু, মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাহেলা শেখ। বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এডভোকেট দেওয়ান তালহা, সাংগঠনিক সম্পাদক জনাব ম. জয়নুল আবেদীন রোজ। বক্তাগণ বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে দুঃখ প্রকাশ করেন এবং খুনীদের মধ্যে যারা পলাতক আসামি তাদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা সহ খুনের মদতদাতাদেরকেও বিচারের আওতায় আনার দাবি জানান। সব শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।