প্রতিনিধি ১৫ আগস্ট ২০২০ , ৬:৪৪:৫২ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার।। ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয় শোক দিবস পালিত হয়।
১৫ আগষ্ট স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের( ৪৫তম) শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস, যথাযোগ্য মর্যাদায় পালন করে,এ-উপলক্ষ্যে ধোবাউড়া উপজেলা প্রশাসন, বিভিন্ন কর্মসূচি গ্রহন করে। সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পনের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়। করেন, উপজেলা পরিষদ হলরুমে, উপজেলা প্রশাসনের উদ্যােগে, নির্বাহী অফিসার রাফিকুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য মিঃ জুয়েল আরেং এমপি,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন সাবেক( কমান্ডার) অধ্যক্ষ হেলাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল ফজল, অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খাতুন, কমিশনার (ভূমি)কাবিরী জালাল,প্রমূখ। বক্তারা বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে জীবনীর উপর আলোচনা করে, আলোচনা শেষে, যুব ঋণ বিতরণ, বিভিন্ন প্রতিযোগিতার, প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অফিসার্স ক্লাব চত্বরে বৃক্ষরোপন, উপজেলা মসজিদে পবিত্র কোরআন খতমের মাধ্যমে দোয়া ও মিলাদ মাহফিল করা হয়। এছাড়া ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্থবক অর্পন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,ধোবাউড়া উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,শ্রমিকলীগ,মহিলা শ্রমিকলীগ,যুব মহিলালীগ,প্রতিরোধ যোদ্ধা পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে সাংসদ জুয়েল আরেং মোনাজাতে অংশ গ্রহণ করেন। এর পূর্বে সকালে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন এর নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন,শোকর্যালী সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
অপর দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল এর নেতৃত্বে বাজার আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে,সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল, অধ্যক্ষ আব্দুল মোতালেব আকন্দ, সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তফা কামাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক শওকত উছমান, কৃষক লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মজনু মির্ধা,উপজেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের মেম্বার ডাঃআসাদুজ্জামান আকন্দ সাগর, সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আফতাব উদ্দিন বাবুল, ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুল বারেক, বঙ্গবন্ধু সৃতি পরিষদ এর সভাপতি কৃতিস চন্দ্র সরকার, শেখ রাসেল সৃতি সংসদ এর সভাপতি, অমিত, মুক্তি যোদ্ধা সন্তান কমান্ড ও ধোবাউড়া উপজেলা মেম্বার এসোসিয়েনের সভাপতি আশিকুজ্জামান সুজন, প্রমূখ, উপস্থিত ছিলেন।