• গ্রেফতার/আটক

    দোয়ারাবাজারের ধর্ষণ মামলার আসামী আমির হোসেন, চাঁদপুরের কচুয়া থেকে গ্রেফতার

      প্রতিনিধি ১১ আগস্ট ২০২০ , ৩:৩৯:৩৫ অনলাইন সংস্করণ

    এম এ মোতালিব ভুঁইয়া: সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজারের চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামী ও ধর্ষক আমির হোসেেনকে গ্রেফতার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।

    পুলিশ জানায়, গত ২৬ মে রাত অনুমান ১২:০০ ঘ‌টিকার সময় গ্রেফতারকৃত আসামী সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার সুরমা ইউনিয়নের আলীপুর গ্রামের ছিদ্দিক মিয়ার পুত্র মো: আ‌মির হো‌সেন (৩৬) পাশের গ্রামের এক তরুণীকে বিবা‌হের প্র‌লোভন দেখাইয়া নিজ পৈত্রিক বসত বাড়ীর পরিত্যাক্ত টিনসেডের বসত ঘরে নিয়া তরুণীর ইচ্ছার বিরু‌দ্ধে তার সহযোগিদের সহযোগিতায় জোর পূর্বক ধর্ষণ ক‌রে তাহার বসত ঘরে আটকাইয়া রা‌খে এবং একইভাবে ২য় ঘটনার দিন গত ২৭মে ২০২০খ্রিঃ তারিখ দিবাগত রাত অনুমান ১১.০০ ঘটিকার সময় আসামী আ‌মির হো‌সেন একই ঘটনাস্থলে তরুণীকে পূনরায় জোর পূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় গত ১৩ জুলাই নির্যাতিত ওই তরুণী বাদী হয়ে ধর্ষক আমির হোসেনকে প্রধান আসামী করে সহযোগিদের নামে দোয়ারাবাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।মামলা নং ২ তারিখ ১৩/৭/২০২০খ্রি:।মামলা রুজুর পর হই‌তে আসামী আ‌মির হো‌সেন পলাতক ছিল।
    সোমবার (১০ আগষ্ট )গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে দোয়ারাবাজার থানার এসআই আ‌রিফ রব্বানীর নেতৃ‌ত্বে সঙ্গীয় ফোর্স ও র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত ধর্ষন মামলার প্রধান আসামী ও ধর্ষক আমির হোসেনকে চাঁদপুর জেলার কচুয়া থানার পালাখাল এলাকা হতে গ্রেফতার করে।

    দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো:আবুল হাসেম সত্যতা নিশ্চিত করে জানান,উপজেলার সুরমা ইউনিয়নের এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন অভিযুক্ত আমির হোসেন। এ ঘটনায় গত ১৩ জুলাই প্রতারণা ও ধর্ষণের অভিযোগ এনে থানায় একটি মামলা দায়ের করেন নির্যাতিতা ওই তরুণী। সোমবার(১০ আগষ্ট)
    গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে তাকে গ্রেফতার করা হয়।আসামী আমির হোসেনকে আদালতে প্রেরণ করা হয়েছে। তার সহযোগিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

    আরও খবর

    Sponsered content