• সারাদেশ

    তাহিরপুরে শেখ নাসির বিড়িসহ এক ব্যবসায়ী আটক

      প্রতিনিধি ৭ আগস্ট ২০২০ , ৬:৩২:৩৩ অনলাইন সংস্করণ

    শফিকুল ইসলাম স্বাধীন তাহিরপুর প্রতিনিধি।। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নে (৬) আগস্ট বৃহস্পতিবার বিকাল প্রাই সাড়ে তিনটায় মাদকের বিরুদ্ধে অভিযান চালানা অভিযান চলাকালে শ্রীপুর বাজার নামক স্থান থেকে ট্যাকেরঘাঠ পুলিশ ফাঁড়ি ইনচার্জ এ,এস আই মোঃ আবু মুসার নেতৃত্বে ভারতীয় ৫০০০/পিস শেখ নাসির বিড়ি সহ একজনকে আটক করে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন শিবরামপুর গ্রামের আকিক মিয়ার ছেলে হূমায়ুন কবির (৩৮) নামক আটক।

    ভারতীয় শেখ নাসির বিড়ি বাংলাদেশে সম্পূর্ণ নিষিদ্ধ এবং কিছু অসাধু চোরাচালানিরা ভারত থেকে চোরাই পথে নিয়ে আসে।

    ট্যাকেরঘাঠ পুলিশ ফাঁড়ি ক্যাম্পের ইনচার্জ মোঃ আবু মুসা জানান আটককৃত আসামিকে তাহিরপুর থানায় প্রেরণ করা হয়েছে এবং আসামি আগামীকালকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হবে।

    আরও খবর

    Sponsered content