প্রতিনিধি ১১ আগস্ট ২০২০ , ৩:২৬:৪৩ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি।। মুজিব বর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাওর এলাকায় সর্বসাধারণের জন্য উপহার হিসেবে টেলি কনফারেন্সের মাধ্যমে হাওরের জনপদ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় শ্রীপুর দক্ষিন ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডের পৈন্ডুপ গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইজ্ঞিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে টেলি কনফারেন্সের মাধ্যমে এ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, শ্রীপুর দক্ষিন ইউনিয়ন পসিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার, আওয়ামী লীগ নেতা দীপক তালুকদার, পৈন্ডুপ সরকারি প্রাথিমক বিদ্যালয়ের সভাপতি গৌরাঙ্গ মোহন সরকার ও ইউ/পি সদস্যবৃন্দসহ প্রমুখ।