• অনিয়ম / দুর্নীতি

    ঠাকুরগাঁও কারাগারের খাদ্য সামগ্রী চুরির অভিযোগ কারা তত্বাবধায়কের বিরুদ্ধে

      প্রতিনিধি ২২ আগস্ট ২০২০ , ৪:৪৩:১৬ অনলাইন সংস্করণ

    ঠাকুরগাঁও প্রতিনিধি: কারাগারের খাদ্য সামগ্রী চুরির অভিযোগ উঠেছে কারা তত্বাবধায়কের বিরুদ্ধে। এ বিষয়ে ১৯ আগষ্ট জেলা প্রশাসকের বরাবরে লিখিত অভিযোগ করেছেন সৈয়দ আব্দুল করিম নামে এক ঠিকাদার।

    লিখিত অভিযোগে বলা হয়, ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে কারাগারে থাকা আসামীদের জন্য খাদ্য সামগ্রী প্রদান করে আসছেন এ এসসি নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের সত্বাধিকারি মোঃ সৈয়দ আব্দুল করিম। কারাগারের ভেতরে থাকা আসামীদের জন্য তত্বাবধায়কের হিসেব অনুযায়ী যে পরিমান খাদ্য সামগ্রী প্রয়োজন হয় তা সরবরাহ করেন ওই ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু তত্বাবধায়ক খাদ্য সামগ্রী নেয়ার পর তা পুরোপুরি কাজে না লাগিয়ে পরিমানে কম দিয়ে খাদ্য সামগ্রী পুনরায় ঠিকাদারকে ফেরত দিয়ে বিল করে চান। আর সেই বিল থেকে ৬০ ভাগ টাকা দাবি করেন তত্বাবধায়ক। এছাড়া সকল মালামাল সরবরাহের ক্ষেত্রেও তত্বাবধায়ককে ৫ ভাগ টাকা প্রদান করতে হয় বলে অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানের। আর এ অনিয়মের কাজ ঠিকাদার করতে রাজি না হলে তত্বাবধায়কের সাথে শুরু হয় কোন্দল। আর তা করতে রাজি না হওয়ায় ঠিকাদারের পাওনাা টাকা পরিশোধে বিলম্ব করা হয়। ফলে উপায় না পেয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সত্বাধিকারি অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াসহ মাসের প্রথম সপ্তাহে বিল পরিশোধের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে কপিতে অনুলিপি প্রদান করা হয় স্বরাষ্ট্র মন্ত্রনালয় ও আইজি প্রিজন কারা অধিদপ্তর ঢাকায়।
    এ এসসি ঠিকাদারি প্রতিষ্ঠানের সত্বাধিকারি মোঃ সৈয়দ আব্দুল করিম জানান, কারাগারে গড়ে ৩-৪ শ আসামী থাকে তাদের দৈনিক খাবারের জন্য যে পরিমান খাদ্য সামগ্রী প্রয়োজন তার হিসেব দেন তত্বাবধায়ক। পরে দেখা গেছে খাদ্য সামগ্রী কম ব্যবহার করে তত্বাবধায়ক মালামাল ফেরত দেন। ফেরত দেয়া মালামাল বাইরে বিক্রির করে ৬০ভাগ অর্থ প্রদানে বিলের জন্য চাপ সৃস্টি করেন। এছাড়া তত্বাবধায়ক আসামীদের গড়ে ৩০ ভাগ খাদ্য কারাগারের ভেতরে অবস্থিত ক্যান্টিনে বিক্রি করে আসছেন। আমরা ঠিকাদাররা সচ্ছতার সাথে মালামাল সরবরাহ করতে চাই বলেই লিভিত অভিযোগ দিয়েছি বলে জানান তিনি।
    এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা কারাগারের তত্বাবধায়ক মোঃ জাবেদ মেহেদী জানান, এসব অভিযোগ ভিত্তিহীন।

    আরও খবর

    Sponsered content