প্রতিনিধি ১১ আগস্ট ২০২০ , ২:৫৩:৫২ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সীমিত পরিসরে উদযাপিত হয়েছে।
সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে ১১ ই আগষ্ট রোজ মঙ্গলবার সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের শুরু হয়। গীতা পারায়ন এর পাশা-পাশি উপজেলা সার্বজনীন জন্মাষ্ঠমী উদযাপন কমিটির সভাপতি হীরা মোহন দে এর সভাপতিত্বে ও শিক্ষক অনন্ত পালের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রকৌশলী সতীশ গোস্বামী,উপজেলা পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অমিত দেব,জগন্নাথপুর কেন্দ্রীয় মন্দির উন্নয়ন ও পরিচালনা কমিটির অর্থ সম্পাদক শশী কান্ত গোপ ও প্রবীণ মুরব্বি লিখন দাস প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন হিন্দু কমিটির নেতা পিষুষ রায় কালা,প্রদীপ সূত্রধর,প্রজেশ গোপ,জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, বিভাস দে ও কল্যাণ কান্তি রায় সানী সহ জগন্নাথপুর থানার একদল পুলিশ। পরে মহা প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণের কারণে এবার জন্মাষ্টমীর র্যালী হয়নি।