• গ্রেফতার/আটক

    জগন্নাথপুরে বন্দুক সহ “সাঈদুল” এক যুবক গ্রেপ্তার, অস্ত্রে আইনে মামলা

      প্রতিনিধি ৫ আগস্ট ২০২০ , ৪:৫৪:৩২ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে বন্দুক সহ সাঈদুল (৩৬) নামক এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাকে আজ বুধবার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।

    পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর -শাহারপাড়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত সৈয়দপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিগত ২ রা আগষ্ট দুই পক্ষের লোকজন এর মধ্যে দাওয়া পাল্টা দাওয়ার ঘটে। এরই পরিপেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর দিক নির্দেশনায় অত্র থানার একদল পুলিশ ৪ ঠা আগষ্ট দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে সৈয়দপুর গ্রাম নিবাসী মোঃ ফয়জুল হক এর ছেলে মোঃ সাঈদুল হক (৩৬) কে একটি কালো রংয়ের বন্দুক সহ গ্রেপ্তার করে থানায় আসেন। আজ বুধবার তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
    জগন্নাথপুর থানার এসআই রাজিব আহমদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন , সাঈদুল হক(৩৬)কে বন্দুক সহ গ্রেপ্তার করা হয়েছে। এব্যাপারে জগন্নাথপুর থানায় অস্ত্রে আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে আজ ৫ ই আগষ্ট রোজ বুধবার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
    উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান সৈয়দপুর গ্রাম নিবাসী যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা মোঃ আবুল হাসান ও একই গ্রাম নিবাসী সৈয়দপুর ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মোঃ সালেহ আহমদ ছোট মিয়ার মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে বিগত ২ রা আগষ্ট বিকালের দিকে উভয় পক্ষের লোকজন অস্ত্রে-স্বস্ত্রে সজ্জিত হয়ে
    সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। সংঘর্ষের খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

    আরও খবর

    Sponsered content