প্রতিনিধি ৮ আগস্ট ২০২০ , ৬:৪৯:৫৭ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯০ তম জন্ম দিবস উপলক্ষে জগন্নাথপুরে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
” বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক ” এই প্রতিপাদ্য সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯০ তম জন্ম দিবস উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৮ ই আগষ্ট রোজ শনিবার উপজেলা পরিষদ এর হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান এর সভাপতিত্বে এক আলোচনা সভা ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ রেজাউল করিম রিজু মিয়া , উপজেলা সহকারী ভূমি কমিশনার (ভূমি) মোঃ ইয়াসির আরাফাত, উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব ও উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান প্রমুখ।
এ সময় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও উপজেলা পরিষদের সকল সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।