প্রতিনিধি ৯ আগস্ট ২০২০ , ৩:০৮:১০ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর থানার এসআই অনুজ কুমার দাশ এর শাল্লা থানায় বদলী উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার সৎ সাহসী নিষ্ঠাবান এসআই অনুজ কুমার দাশ এর জেলার শাল্লা থানায় বিদায় উপলক্ষে” আইডিয়াল কারিগরি কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার” এর পক্ষ হতে ৯ ই আগষ্ট রোজ রবিবার বিকালে পৌর সদরের মাদিহা প্লাজায় আইডিয়াল কারিগরি কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারের প্রশিক্ষক সাংবাদিক গোলাম সারোয়ার এর সভাপতিত্বে ও সহকারী প্রশিক্ষক সাংবাদিক জুয়েল আহমদ এর পরিচালনায় বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যাক্তি বিদায়ী এসআই অফিসার অনুজ কুমার দাশ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জগন্নাথপুর ওয়ালটন শাখার ম্যানেজার ওয়ালি উল্লাহ ও রংতুলি আর্ট এর প্রোপাইটর দিপক কুমার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাক্তার মতিউর রহমান, কম্পিউটার সলিউশনের প্রোপাইটর সুজন আহমদ শুভ, সংগীত শিল্পী জুয়েল প্রমুখ।
এ সময় জগন্নাথপুর সংবাদ পত্র হকার সমিতির সভাপতি নিকেশ বৈদ্য, দিপক দেব ও তরুন সংবাদ কর্মী রুম্মান আহমদ সহ আরো অনেকেই। আলোচনা সভা শেষে বিদায়ী এসআই অনুজ কুমার দাশকে আইডিয়াল কম্পিউটার কারিগরি প্রশিক্ষণ সেন্টারের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।