• সুনামগঞ্জ

    জগন্নাথপুরে অবৈধ ট্রলি গাড়ীর আঘাতে ২ জন আহত, দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত

      প্রতিনিধি ১১ আগস্ট ২০২০ , ৪:০২:১৪ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে বেপরোয়া গতিতে চলন্ত ট্রলি গাড়ীর আঘাতে দুই জন আহত সহ “গুডলাক শপ” নামক ব্যবসা প্রতিষ্ঠান এবং পান দোকান এর আসবাবপত্র ভেঙে চুরমার হয়ে গেছে।

    প্রত্যক্ষদর্শী ও বণিক সমিতি সুত্রে জানাযায়, ১১ ই আগষ্ট রোজ মঙ্গলবার বিকাল এর দিকে
    সুনামগঞ্জের জগন্নাথপুর থানা রোড দিয়ে একটি অনুমোদনহীন অবৈধ ট্রলি গাড়ী বেপরোয়া গতিতে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রোডের পার্শ্ববর্তী জগন্নাথপুর পৌর শহরস্থ পাঠাগার মার্কেটের “গুডলাক শপ নামক একটি গার্মেন্টস দোকানের সামনের গ্লাস ভেঙ্গে দোকান এর ভিতরে প্রবেশ করে। এতে দোকান এর মালিক শিপন ও তার ভাই সাঈদুল আহত হন। আহত দুই ভাইকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়াও এই ট্রলির আঘাতে গুডলাক শপ নামক গার্মেন্টস দোকান এর সামনের পানের দোকান এর থাই গ্লাস ভেঙ্গে চুরমার হয়ে গেছে।
    জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক জাহির উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছি।

    আরও খবর

    Sponsered content