প্রতিনিধি ২৭ জুলাই ২০২০ , ৭:১৭:০১ অনলাইন সংস্করণ
ইকবাল হোসেন রিজন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি::
মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের দরিদ্র মানুষের মধ্যে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরন করা হয়েছে।
পূর্বজুড়ী ইউনিয়নের চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ চাল বিতরণের উদ্বোধন করেন জুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওমর ফারুক, ইউনিয়ন পরিষদের সচিব আবু শাহিন, ইউপি সদস্য রফিকুল ইসলাম রেনু , মাসুক আহমেদ, নীলবাবু সিংহ, সৌরভ দে সরকার, কান্ত রুদ্র পাল, সজল বাউড়ী,বাবুল আহমেদ, ইয়াকুব আলী, সঃরক্ষিত ইউপি সদস্য রিভা রানী আশ্চার্য, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন রশিদ রাজি প্রমুখ।
এ সময় ইউনিয়নের ১১৬০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।