• মাদকদ্রব্য উদ্ধার/আটক

    হালুয়াঘাট থানার বিশেষ অভিযানে ভারতীয় মদ ও প্রাইভেটকার সহ ৩ জন মাদক ব্যবসায়ী আটক

      প্রতিনিধি ১১ জুলাই ২০২০ , ১২:৪৫:৪৫ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মাহমুদুল হাসান, বলেন জেলা পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান, পিপিএম-সেবা কঠোর নির্দেশে হালুয়াঘাট উপজেলাকে মাদক জুয়া চুরি ছিনতাই চাঁদাবাজি সন্ত্রাস ও অপরাধ মুক্ত করতে কঠোর নির্দেশ দিয়েছেন। তারি ধারাবাহিকতায় হালুয়াঘাট থানা পুলিশ মাদক ও অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে হালুয়াঘাট থানার পুলিশ পরিদর্শক খোকন চন্দ্র সরকার, আব্দুল হামিদ সঙ্গী অফিসারসহ ইং ১১ জুলাই শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে হালুয়াঘাট থানাধীন উত্তর আকনপাড়া সাকিনস্থ ( হাদিছের মোড়) বিনয় এস প্লাজা এর সামনে হইতে ৭০ বোতল ভারতীয় তৈরি মদ যার মূল্য দেড় লক্ষাধিক টাকার সমপরিমাণ ও মাদক পরিবহনে ব্যবহত ১টি প্রাইভেটকার সহ ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন কালিগঞ্জ চড়াখলার বিমল পালামার ছেলে বিপ্লব পালমা (৩৬) একই এলাকার বিনয় পালামার ছেলে সুহৃত পালমা (২৬) চুয়ারিয়াখোলার মৃত হিরন্য বিশ্বাসের রতন বিশ্বাস (৩৮) উভয় থানা গাজীপুর, গ্রেপ্তারকৃতদের শনিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ওসি মাহমুদুল হাসান বলেন হালুয়াঘাট উপজেলা কে মাদক ও অপরাধ মুক্ত করতে সকলের সহযোগিতা চাই

    আরও খবর

    Sponsered content