প্রতিনিধি ২২ জুলাই ২০২০ , ৬:২৭:০০ অনলাইন সংস্করণ
আমজাদ হোসাইন।। গতকাল ২০শে জুলাই ২০২০ইংরেজি রোজ সোমবার সিলেট সদর উপজেলার টুলটিকর ইউনিয়নের উত্তর বালুচর আল ইসলাহ এলাকায়
অবস্থিত হাফিজ মাওলানা সাজ্জাদুর রহমান(রহঃ) হাফিজিয়া মাদ্রাসার ৫ম প্রতিষ্টা বার্ষিকী অনুষ্টান পালিত হয়।
অত্র মাদ্রাসার সভাপতি জনাব মোঃ আব্দুল বাছিতের সভাপতিত্বে এবং অত্র মাদ্রাসার মুহতামিম হাফিজ হুমায়ুন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন, হযরত মাওলানা শাহ ফারুক আহমদ ফারুকী।
নাজমুল হোসেন মিরাজ এর তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এতে স্বাগত বক্তব্য রাখেন অএ মাদ্রাসার শিক্ষক হাফিজ খালেদুর রহমান ,
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামেয়া ফতেহপুর নয়া গ্রাম , গোয়াইনঘাট এর মুহতামিম মাওলানা খলিল আহমদ , আরামবাগ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা দেলওয়ার হোসেন , ফেইম একাডেমি , বালুচর এর পরিচালক মো: মাশুক মিয়া , বাঘমারা জামে মসজিদ এর ইমাম হাফিজ হাসান আহমদ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি নতুন ২ জন হাফিজ, হাফিজ নাজমুল হোসেন মিরাজ ও
হাফিজ তারেক আহমদকে পাগড়ী পরিধান কারান এবং মিলাদমাহফিলের মাধ্যমে মরহুম হাফিজ মাওলানা সাজ্জাদুর রহমান(রহঃ) ও মাদ্রাসার প্রতিষ্ঠাতাসহ সকলের জন্য দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।