প্রতিনিধি ৩ জুলাই ২০২০ , ২:২৮:০৬ অনলাইন সংস্করণ
মৌলভীবাজার প্রতিনিধি::
মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম ভবানীপুরের রাস্তায় অল্প বৃষ্টিতে পানি জমে থাকে। মানুষের যাতায়াতের অসুবিধা হওয়ার কারনে পশ্চিম ভবীনাপুর আলোর দিশারি সমাজ কল্যাণ পরিষদের সদস্যরা তাদের উদ্যোগে বালি এনে রাস্তা সংস্কার করে। ক্লাবের সদস্যরা অভিযোগ করে বলেন,দীর্ঘ দিন থেকে এই এলাকার মানুষ অবহেলিত।রাস্তাটি পাকাকরন না হওয়ার কারনে শত শত মানুষের যাতায়াতের কষ্ট হয়।এ কারনে আমরা ক্লাবের সদস্যরা একত্রিত হয়ে রাস্তাটি সংস্কারের কাজ করি।রাস্তাটি পাকাকরন হলে এলাকার মানুষের চলাচলের সুবিধা হবে।
এ সময় উপস্থিত ছিলেন
পশ্চিম ভবানীপুর আলোর দিশারী যুব সমাজ কল্যাণ সংস্হা জু্ড়ীর প্রধান উপদেষ্টা মর্তুজ আলী মর্তুজা,ক্লাবের সভাপতি মাছুম আহমদ, সাধারন সম্পাদক ফরমুজ আলী ,সহ সভাপতি রফিক মিয়া, সহ সাধারন সম্পাদক জয়নাল আবেদীন,মালু মিয়া প্রমুখ।