• ত্রাণ বিতরণ

    সুনামগঞ্জ সদর উপজেলায় ক্যারাবান অব মার্চারি ইউকের উদ্যোগে একহাজার পরিবারের মাঝে খাদ্য বিতরণ

      প্রতিনিধি ৩০ জুলাই ২০২০ , ৫:৪৯:০৮ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থ এক হাজার পরিবারের মাঝে ১০ কেজি করে চাল,ডাল,তেলসহ মোট ২৪ কেজির ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী পৌরসভার বিভিন্ন পয়েন্টে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
    জেলা খেলাফত মজলিস এর সহ সভাপতি মাওলানা মুফতি আজিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মোবারক হোসেন।
    এ সময় উপস্থিত ছিলেন জেলা ইমাম মোয়াজ্জিন পরিষদের সভাপতি হাফেজ জয়নাল আবেদীন,সাধারন সম্পাদক মাওলানা দিলোয়ার হোসেন প্রমুখ। করোনাকালীন সময় থেকে শুরু করে আজকে পর্যন্ত দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোবারক হোসেন বিশিষ্ঠ দানবীর মাওলানা আজিজুল হককে নিয়ে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভবপুর উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে বন্যায় ক্ষতিগ্রস্থদের খাদ্য সহায়তা প্রদান করে আসছেন।
    সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মোবারক হোসেন বলেছেন এই প্রাণঘাতি করোনা ভাইরাসের পাশাপাশি তিনদফা বন্যায় যখন সুনামগঞ্জ ও বিশ্বম্ভরপুরের অসহায় ও কর্মহঅন মানুষগুলো অবুক্ত ঠিক তখনই বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেঞ হাসিনার নির্দেশনায় প্রতিটি শ্রেণীপেশার মানুষজনের বাড়ি বাড়িতে খাদ্য সহায়তা পাঠানো অব্যাহত রয়েছে। তিনি বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রয়েছে এবং সমাজের অনেক বিত্তবানরা থাকলেও এই দূর্যোগকালীন সময়টাতে কেউ এই অসহায় মানুযজনের পাশে দাড়াতে দেখা যায়নি। তিনি আবো বলেন আমার এলাকার মুসলিমপুর গ্রামের বিশিষ্ঠ দানবীর এবং ইসলামিক চিন্তাবিদ জেলা খেলাফত মজলিস এর সহ সভাপতি মাওলানা মুফতি আজিজুল হক ব্যক্তিগত উদ্যোগে এবং ক্যারাবান অব মার্চারি ইউকের উদ্যোগে করোনাকালীন সময় থেকে শুরু করে আজকে পর্যন্ত ৪ হাজার অসহায় ও কর্মহীন মসজিদের ইমাম,মোয়াজ্ঝিন ও মাদ্রাসার শিক্ষকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষজনকে খাদ্য সহায়তার পাশাপাশি আর্থিক সহায়তা অব্যাহত রেখেছেন। তিনি বন্যার পানি কমে যাওয়ার পর পরই বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায়দের মধ্যে বিশুদ্ধ পানীর জন্য টিউবওয়েল প্রদানের জন্য মাওলানা আজিজুল হকের প্রতি আহবান জানান।

    আরও খবর

    Sponsered content