প্রতিনিধি ৬ জুলাই ২০২০ , ১২:০৯:১৭ অনলাইন সংস্করণ
শফিকুল ইসলাম স্বাধীন, নিজস্ব প্রতিনিধি।। ১৯ কোভিড মহামারী করোনা ভাইরাস উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৩ নং বড়দল দক্ষিণ ইউনিয়নে (৬) জুলাই রোজ সোমবার বেলা ১১ঘটিকার।
হতদরিদ্র ১০০ পরিবারকে ২২৫০/= টাকা এবং খাদ্য ও হাইজিন কিট ক্রয়ের জন্য নগদ অর্থ বিতরণ করেন কারিতাস বাংলাদেশ সিলেট অঞ্চল’এর পক্ষ থেকে।
এসময় উপস্থিত ছিলেন ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আজহার আলী, বড়দল দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি ও বর্তমান ইউপি সদস্য হাজী মোঃসাইফুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন কারিতাসের
Po/ DM
মিষ্টার ডানিয়েল ঋতু স্রাল, মোঃ আবু তাহের, Fo প্রণয় ফিউরিপিকেশন, FS আমির হোসেন হৃদয়, আক্তার মিয়া,সমরাজ মিয়া,এবং সকল ইউপি সদস্য ও সদস্যা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন।