• মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু-

      প্রতিনিধি ৭ জুলাই ২০২০ , ১:২০:৩৯ অনলাইন সংস্করণ

    ইকবাল হোসেন রিজন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি::শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় ট্রেনে কাটা পরে এক নারীর মৃত্যু হয়েছে।

    মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৬ টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের শ্রীমঙ্গল-ভানুগাছ সেকশনের আউটার সিগন্যাল এলাকায় সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই নারী।

    মৃত নারীর নাম মোসা. বিলকিছ বেগম (৪০)। তার বাড়ি উপজেলার আশিদ্রোন ইউনিয়নে। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে থানার উপপরিদর্শক (ওসি) আলমগীর হোসেন। তিনি জানান, নিহত বিলকিছ বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। বসবাস করতেন আউটার সিগন্যাল সংলগ্ন বস্তিতে। নিহত নারীর লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। 

    0Shares

    আরও খবর

    Sponsered content