প্রতিনিধি ১৪ জুলাই ২০২০ , ৮:০২:১৮ অনলাইন সংস্করণ
শাল্লা প্রতিনিধি: চলমান বন্যা পরিস্থিতিতে শাল্লা উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ বন্যায় কবলিত হয়ে অনেকেই বন্যা আশ্রয় কেন্দ্রে অবস্থান করেছেন। এসব বানবাসীদের পাশে দাঁড়িয়েছে শাল্লা উপজেলা চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ।
মঙ্গলবার (১৪জুলাই) উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শাল্লা উপজেলার বানবাসীদের মাঝে শুকনো খাবার, পানি বিশুদ্ধ করন ট্যাবলেট, সাবান, ব্লিচিং পাউডার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব চৌধুরী আব্দুল্লাহ আল- মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন শাল্লা ইউনিয়নের চেয়াম্যান জামান চৌধুরী, যুবলীগ নেতা ফখরুল ইসলাম প্রমুখ।
এর আগেও গত রবিবার (১২জুলাই) উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-মুক্তাদির হোসেন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে বন্যার্তদের মাঝে শুকনো খাবার, পানি বিশুদ্ধকরন ট্যাবলেট বিতরন করেন।
উপজেলা চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, শাল্লা উপজেলায় বন্যা কবলিত প্রতিটি গ্রাম পরিদর্শন করে তাদের মাঝে খাবার বিতরণ করা হচ্ছে। এমনকি বন্যা আশ্রয় কেন্দ্রে বানবাসিদের নিয়ে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।