শাল্লা প্রতিনিধি: ২৫ জুলাই ২০২০ , ১১:০৭:০৪ অনলাইন সংস্করণ
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহম্মদ সঞ্জুর মোর্শেদ শাহীন। তিনি যোগদানের পর থেকেই শাল্লায় নিজেকে মানবসেবায় নিয়োজিত রেখে এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করলেন। যা আগে কখনো এই থানায় কোনো পুলিশ কর্মকর্তা এমন কাজ করেননি।
সঞ্জুর মোর্শেদ একজন ব্যতিক্রমী ওসি। তিনি থানার প্রবেশধারে লিখে রেখেছেন থানায় প্রবেশ করতে কোনো অনুমতি লাগবে না। এই ঘটনাটি শাল্লার ইতিহাসে এই প্রথম একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তিনি।
শুধু তাই নয়, শাল্লা উপজেলার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে পানি বন্দী পরিবারের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে শুকনো খাবার ও পানি বিশুদ্ধ করন ট্যাবলেট বিতরণ করেন তিনি। শনিবার উপজেলার বিভিন্ন গ্রাম পরিদর্শন করে তিনি এসব খাবার বিতরন করেন।