প্রতিনিধি ৮ জুলাই ২০২০ , ২:৫৬:৫৩ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার।। আর্থ মানবতার সেবায় নিয়োজিত রোটারি ক্লাব অব সিলেট হিল টাউনের নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান আজ নগরীর এয়ারপোর্ট রোডস্থ ইষ্টার্ণ প্লাজায় অনুষ্ঠিত হয়।
আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেন নব নির্বাচিত প্রেসিডেন্ট মোঃ আলা উদ্দিন ও সেক্রেটারি শফিকুল আলম চৌধুরী টিটু (RFSM)।
উক্ত অনুষ্ঠানে দায়িত্ব হস্তান্তর পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন- পিপি প্রফেসর এনামুল হক (RFSM) , পিপি আবুল হাসনাত (RFSM) পিপি মোঃ কামাল উদ্দিন ভূইয়া, প্রেসিডেন্ট ইলেক্ট মোঃ দিদার হোসাইন, আইপিপি মোঃ মাসুম চৌধুরী (RFSM), ভাইস প্রেসিডেন্ট কাজী ফজলে এলাহি (RFSM), ট্রেজারার দিলাল আহমেদ, সার্জেন্ট এন্ড আর্মস রফিকুল ইসলাম ও মোঃ সাজ্জাদ খাঁন প্রমুখ।
বক্তারা নবগঠিত কমিটির প্রেসিডেন্ট ও সেক্রেটারিদ্বয় কে অভিনন্দন জানিয়ে বলেন আর্থ মানবতার সেবায় নিয়োজিত রোটারি ক্লাব নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবেলায় রোটারি ক্লাবের সদস্যরা প্রশংসনীয় ভূমিকা পালন করছেন, নবগঠিত রোটারি ক্লাব অব সিলেট হিল টাউন কমিটির দায়িত্বশীলদের গতিশীল কার্যক্রমে যেন বাংলাদেশের মধ্যে একটি আদর্শ ক্লাব হিসাবে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে এ আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
আলোচনা শেষে করোনাভাইরাস মোকাবেলায় জুলাই মাসের মধ্যে একটি কর্মসূচি হাতে নেওয়ার সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হয়।