• মাদকদ্রব্য উদ্ধার/আটক

    ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার!

      প্রতিনিধি ৩ জুলাই ২০২০ , ৪:৪৬:৪৮ অনলাইন সংস্করণ

    আব্দুল মতিন মাসুদ: ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা ও ২০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ডিবি’র ওসি মোঃ শাহ্ কামাল আকন্দ, পিপিএম (বার) জানান জেলা পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান, পিপিএম-সেবা নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক, জুয়া, চুরি-ছিনতাই সন্ত্রাসী, চাঁদাবাজ ও অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোঃ হাবিবুর রহমান, সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযানপরিচালনা করে রশিদপুর থেকে ইং ০৩/০৭/২০২০ তারিখ শুক্রবার সকাল ১১.৫৫ ঘটিকার সময় ২৫০ গ্রাম গাঁজা সহ মাদকব্যবসায়ী রশিদপুর (ফকিরপাড়া) এলাকার মৃত আফছর উদ্দিন ফকিরের ছেলে মোঃ আনির উদ্দিন ফকির (৬০) একই এলাকার মোঃ নাজিম উদ্দিনের ছেলে মোঃহারুন (৩২) মৃত পিজু শেখের ছেলে মোঃ হাশেম(২৩) ইহা ছাড়াও অন্য আরেকটি অভিযানে

    এসআই দেবাশীষ সাহা সংগীয় অফিসার ফোর্সসহ গৌরীপুর থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ২০পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গৌরীপুর খান্দারপাঁচপাড়া গ্রামের মৃত-ফজলু মিয়ার ছেলে মোঃ আব্দুর রহমান ওরফে পলাশ (৪২)কে গ্রেফতার করেন। ওসি মোঃ শাহ্ কামাল আকন্দ, জানান বিভাগীয় ময়মনসিংহ নগরীকে মাদক ও অপরাধ মুক্ত করতে সকলের সহযোগিতা চাই।

    আরও খবর

    Sponsered content