• মৌলভীবাজার

    মৌলভীবাজারে করোনা পজেটিভ ৫০০!

      প্রতিনিধি ১ জুলাই ২০২০ , ৯:১১:১৬ অনলাইন সংস্করণ

    ইকবাল হোসেন রিজন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:: মৌলভীবাজারে নতুন করে আরও ৭০ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। ফলে সারা জেলায় করোনা সংক্রমিত মানুষের সংখ্যা এখন ৫০০। আজ বুধবার সবশেষ পাওয়া ফলাফলে নতুন করে এই শনাক্তের তথ্য নিশ্চিত করেছেন মৌলভীবাজারের সিভিল সার্জন তউহীদ আহমেদ। এ পর্যন্ত জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২১৫ জন।

    জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সবশেষ আক্রান্ত ৭০ জনের মধ্যে মৌলভীবাজার সদরে রয়েছেন ২৫ জন, রাজনগরে ৭, কুলাউড়ায় ৯, জুড়ীতে ৬, কমলগঞ্জে ১২, শ্রীমঙ্গলে ৬ ও বড়লেখায় ৫ জন রয়েছেন। এ ফলাফল গত কয়েক দিনের নমুনা পরীক্ষার।

    গত ৪ এপ্রিল প্রথম মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় গ্রামীণ বাজারের এক ব্যবসায়ী করোনার উপসর্গ নিয়ে মারা যান। পরে তাঁর নমুনা পরীক্ষার ফলাফলে করোনা ‘পজিটিভ’ ধরা পড়ে। ওটিই জেলায় প্রথম করোনা শনাক্তের ঘটনা। তা ছাড়া জেলায় এ পর্যন্ত করোনায় ৪ জন মারা গেছেন।

    আরও খবর

    Sponsered content