প্রতিনিধি ২০ জুলাই ২০২০ , ৬:২০:২৫ অনলাইন সংস্করণ
গাজী আসাদুজ্জামান রাকীব,বাকেরগঞ্জ, বরিশাল প্রতিনিধি।। বাংলাদেশ কৃষকলীগ বাকেরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আজ বৃক্ষরোপান কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা কৃষকলীগের আহবায়ক কমিটির সভাপতি ও ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব আসাদুজ্জামান আসাদ খান।
পরিবেশ রক্ষায় প্রয়োজনের তুলনায় আমাদের দেশে বৃক্ষ অনেক কম। তাই সচেতনতা বাড়াতে প্রতি বছর সরকারি-বেসরকারিভাবে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়, যেমন- পরিবেশ মেলা, বৃক্ষমেলা, সামাজিক বনায়ন কর্মসূচি, বসতবাড়ি বনায়ন কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি ও ফলদ-বনজ-ভেষজ জ বৃক্ষরোপণ কার্যক্রম প্রভৃতি।
বর্ষাকাল জুন, জুলাই ও আগস্ট মাস গাছের চারা রোপণের উৎকৃষ্ট সময়। গাছ লাগানোর জায়গা বন্যামুক্ত, সূর্যের আলো পড়ে এবং বাতাস চলাচল করতে পারে এমন হলেই ভালো। দোআঁশ, বেলে দোআঁশ, এঁটেল দোআঁশ, উর্বর, সুনিষ্কাশিত ও উঁচু স্থানে গাছ লাগানো উত্তম। তাছাড়া বৃক্ষরাজি আবহাওয়ার তাপমাত্রা হ্রাস করে, বাতাসে আর্দ্রতা বাড়ায় ও ভূমিক্ষয় রোধ করে। তাই পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই।
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ কৃষকলীগ বাকেরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বাকেরগঞ্জ থানার কৃষকলীগের আহবায়ক কমটিটির সভাপতি ও ১১ নং ভরপাশা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব আসাদুজ্জামান আসাদ খান এর নেতৃত্বে উপজেলার ১১ নং ভরপাশা ইউনিয়নের আজ বিভিন্ন ওয়ার্ডে
বসতবাড়ি ও রাস্তার পাশে হরেক রকমের চারাগাছ রোপনের মধ্যে দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২০ এর উদ্বোধন করেন।
তিনি বৃক্ষরোপান কর্মসূচি উদ্বোধন এর সময় বলেন
“বেঁচে থাকার জন্য অক্সিজেন খুবই প্রয়োজন ; গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে থাকে। তাই আমাদের প্রত্যেকের উচিৎ পরিবেশের ও নিজেদের কথা চিন্তা করে গাছ লাগানো। তিনি আরো বলেন, “সবুজ-বাংলাদেশ গঠনে প্রতিটি নাগরিকের উচিৎ কমপক্ষে তিনটি করে গাছ লাগানো। যেমনটি মুজিব বর্ষের শুরুতে বলেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”
এসময় আরো যারা উপস্থিত ছিলেন-বাকেরগঞ্জ উপজেলার কৃষক লীগের সাধারন সম্পাদক মুজিবুর রহমান, ১১ নং ভরপাশা ইউনিয়ন আওয়ামীগীগের সাধারন সম্পাদক গাজী মিজানুর রহমান লিটন, ইউনিয়নের ছাত্রলীগের নেতা সাইফুল আজাদ মিজু প্রমুখ।