প্রতিনিধি ১৬ জুলাই ২০২০ , ৭:৩৮:১৩ অনলাইন সংস্করণ
বিপ্লব রায়, শাল্লা: জীবনের প্রতিটি ধাপ হচ্ছে একেকটি যুদ্ধ। এই যুদ্ধের ময়দান থেকেই রুপরেখার পরিবর্তন ঘটে। শুধু রাজনীতি নয়, যেকোনো পেশা থেকেই জনকল্যাণে কাজ করা যায়। তবে বর্তমান প্রেক্ষাপটে কিছু কিছু ব্যতিক্রমও ঘটে। শাল্লার ইতিহাসে এমনি একজন ব্যতিক্রমী ওসি পেয়েছেন শাল্লাবাসী। পেশা দায়িত্বের পাশাপাশি জনকল্যাণে নিজেকে বিলিয়ে দিচ্ছেন। তিনি হচ্ছেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহম্মদ সঞ্জুর মোর্শেদ শাহীন।
বর্তমান বন্যা পরিস্থিতিতে শাল্লার অনেক পরিবারই পানিবন্ধি অবস্থায় রয়েছে। এসব পানিবন্ধি পরিবারের পাশে দাড়িয়ে ব্যক্তিগত তহবিল থেকে ৫৫টি পরিবারকে আর্থিক সহায়তা করেছেন। তিনি শাল্লায় যোগদানের শুরু থেকেই মানবতার কল্যানে কাজ করছেন। উনার এই ধারাবাহিকতা বজায় থাকলে শাল্লাবাসী কিছুটা উপকৃত হবে।
শাল্লা থানার ওসি আহম্মদ সঞ্জুর মোর্শেদ শাহীনের সাথে কথা হয় এপ্রতিবেদকের। তিনি জানান, আমি আমার পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি জনগনের জন্য কিছুটা করতে পারলে নিজেকে খুব গর্বিত মনে হয়। কেননা জনগনই হচ্ছে সকল মুলের উৎস।