প্রতিনিধি ১৮ জুলাই ২০২০ , ৭:৪৩:০২ অনলাইন সংস্করণ
ছবিঃ এনামূল হক এনামের ব্যক্তিগত অনুদানে সিলেটের নাজিরের গাঁওয়ের ১০০ ফুট রাস্তা পাকাকরণ, ইনসেটে এনাম।
ইকবাল হোসাইন রিজনঃ বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংকটে নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত কর্মহীন পরিবারে যখন খাদ্য সংকটে হাহাকার তখন অনেক মানবতা প্রেমিক দাঁড়িয়েছেন বিপদগ্রস্ত মানুষের পাশে, তেমনি মানবতার ফেরিওয়ালা মোঃ এনামুল হক এনাম করোনায় কর্মহীন পরিবারের পাশে দাঁড়িয়েছেন বারবার।
সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের টুক দিরাই গ্রামের কৃতি সন্তান মোঃ এনামুল হক এনাম ব্যবসার পাশাপাশি জড়িত রয়েছেন রাজনীতি, মিডিয়া ও মানবাধিকার সংগঠনের সাথে।
পাঠক সমাদৃত দৈনিক ভাটি ডটকম অনলাইন নিউজ পোর্টালের উপদেষ্টা ও এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট জেলা কমিটির শিল্প ও শ্রম বিষয়ক সম্পাদক ও সুনামগঞ্জ ঐক্য কল্যাণ পরিষদ সিলেট এর উপদেষ্টা সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন তিনি।
স্বাধীনতার নেতৃত্বদানকারী মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত মোঃ এনামুল হক এনাম একজন দানশীল ও পরোপকারী ব্যক্তি।
প্রতিবছর পবিত্র মাহে রমজানে ও ঈদে দরিদ্র মানুষের পাশে উপহার নিয়ে দাঁড়ানো স্বাভাবিক রুটিন কাজ।
করোনা দুর্যোগের শুরুতেই ত্রাণ কাজে নিয়োজিত বিভিন্ন সামাজিক সংগঠনে আর্থিক সহায়তার পাশাপাশি নিজেও সিলেটের একাধিক এলাকায় এবং নিজ জন্মস্থান দিরাই’য়ে কর্মহীন পরিবারের মাঝে ৪ দফা ব্যাপক খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন মানবতার ফেরিওয়ালা মোঃ এনামুল হক এনাম।
উপহার থেকে বাদ যাননি ইমাম মুয়াজ্জিন সহ মিডিয়া কর্মী।
এছাড়াও কয়েকজন হতদরিদ্রকে গৃহ নির্মাণের জন্য ঢেউ টিন ও নগদ অর্থ সহায়তা করেছে তিনি।
নিজস্ব অর্থায়নে ১০০ ফুট পাকা রাস্তা নির্মাণঃ সিলেট সদর উপজেলার নাজিরের গাঁওয়ের একটি পাড়ার প্রায় ১০০ ফুট বাই ১০ ফুট কাঁচা রাস্তায় মাটি কেটে ঢালাই করে নিজস্ব টাকায় একক খরচে পাকা করে দিলেন মানবতার ফেরিওয়ালা মোঃ এনামুল হক এনাম।
দৈনিক ভাটি বাংলা ডটকম এর নিজস্ব প্রতিনিধির সাথে একান্ত আলাপচারিতায় এনামুল হক এনাম বলেন- মহামারি করোনা ভাইরাস সংকটে আমরা সবাই কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছি, এখনো হচ্ছি।
সীমিত সামর্থ্যের মধ্যে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি অসহায় কর্মহীন পরিবারের পাশে দাঁড়ানোর, এছাড়াও সময় বিশেষ আমি সামর্থ্য অনুযায়ী কাউকে কিছু সহযোগিতা করতে পারলে মানসিক তৃপ্তি পাই।
আল্লাহ পাক যতদিন সামর্থ্য দিবেন ততদিন অসহায় মানুষের পাশে থাকব ইনশাআল্লাহ।
মোঃ এনামুল হক এনাম আরও বলেন সমাজের সকল বিত্তশালী ব্যক্তি যদি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দরিদ্র মানুষের পাশে দাঁড়ায় তাহলে একদিকে দারিদ্র্যের সংখ্যা হ্রাস পাবে অপর দিকে অনেক অপরাধ কমে যাবে বলে আমি বিশ্বাস করি।